লামা প্রতিনিধি।
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় গৃহ ও ভূমিহীনদের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহারের জমির কবুলিয়ত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে এসব কবুলিয়ত বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার কবুলিয়ত বিতরণ উদ্ভোধন করেন। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।