আলীকদম প্রতিনিধি |
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে বান্দরবান জেলার আলীকদম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো. সোহেলের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য দুংডি মং মার্মা, সহ- সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন বিএ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মা ও সাধারণ সম্পাদক জমির উদ্দিনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে হত্যার চেষ্টা বার বার ব্যর্থ হলেও বিএনপি জামায়াতের ধূসররা এখনো সক্রিয় রয়েছে।তারা দেশ এবং দেশের জনগনের জন্য শেখ হাসিনার আত্মত্যাগে ইর্ষান্বিত হয়ে বার বার হত্যা চেষ্টা করে যাচ্ছে। দেশের উন্নয়নে নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে জামায়াত বিএনপি নেতারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের কাতারে অধিষ্ঠিত হওয়া তারা মেনে নিতে পারছে না।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে অতি দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।