1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
লামায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন’র কর্মবিরতি পালন লোহাগাড়ায় জাল টাকার নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা লামা বিভাগের মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার লামায় ১০ জুয়াড়ি আটক, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

লামায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামী বিরুদ্ধে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

 

ইসমাইলুল করিম নিরব। 
পার্বত্য বান্দরবানের লামা উপজেলার রুপলী ইউনিয়ন ১নং সিলেরতুয়া এলাকায় (২২মে’২৩ইং) সোমবার সকালে যৌতুক না পেয়ে মরিয়ম বেগম (২৩) নামের এক স্ত্রীকে মারধর করার অভিযোগ স্বামী আব্দুস সালাম বিরুদ্ধে। ঘটনার গৃহবধূ’কে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। গৃহবধূ মরিয়ম বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে সিলেরতুয়া এলাকায় দেলোয়ার হোসেনের ছেলে (মরিয়ম বেগমের স্বামী) আব্দুস সালাম তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ১লক্ষ টাকা এনে দিতে বললে তার স্ত্রী যৌতুক এনে দিতে অপারগতা প্রকাশ করে। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রী ওপর অমানবিক নির্যাতন চালায়।

এসময় স্বামী আব্দুস সালামের বাড়ির কাছাকাছি অন্য কোনো বাড়ি না থাকায় মরিয়মের উপর এমন অমানবিক নির্যাতন চালানোর সু্যোগ পায় বলে জানা যায়। ঘটনার পর মুঠোফোনে খবর পেয়ে মরিয়মের বাবা-মা ভাই উপস্থিত হয়ে আহত মরিয়ম’কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে আহত মরিয়ম বেগমের পরিবার বাদী হয়ে লামা থানায় একটি অভিযোগ দায়ের করবে বলে জানান।

আহত গৃহবধূ মরিয়ম বেগম জানায়, তাদের বৈবাহিক জীবনের ১৫ বছর পার হয়েছে। তাদের ১০/৭ বছর বয়সী দুটো মেয়ে রয়েছে। তার স্বামী বিয়ের কয়েক বছর পর থেকে বিভিন্ন অজুহাতে যৌতুকের টাকার আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। ১’লক্ষ টাকা বাবার বাড়ি থেকে না দিলে অন্য মেয়ে’কে ২ লক্ষ টাকার বিনিময়ে বিবাহ করে আমাকে তালাক দিয়ে দিবে বলে হুমকি দেন। সোমবার সকালে শরীরে বিভিন্ন স্থানে কোঁদাল ও গাছ দিয়ে এলোপাতাড়ি মারধর করে জখম করে । সন্তানদের দিকে তাকিয়ে সব অত্যাচার মুখ বুঁজে সহ্য করে যাচ্ছিলাম। ঘটনার দিন বাবা-মা ভাইয়ের সহযোগিতায় হামলার পর কোনো রকম প্রাণে বেঁচে যাই।

আহতের ভাই আব্দুল করিম বলেন, আমার বোন’কে যৌতুকের টাকার অজুহাতে বিভিন্ন সময় মারধর করে আসছিলেন স্বামী আব্দুস সালাম। এরপরও বোন আমাদের কাউকে না বলে, সন্তানদের দিকে তাকিয়ে সব অত্যাচার মুখ বুঁজে সহ্য করে সংসার করার চেষ্টা করেছেন। তবে যৌতুকের টাকার অজুহাত আমার বোনকে প্রতিনিয়ত নির্যাতন করে এবং অন্য মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক জড়িয়ে পড়ে।

এব্যাপারে আহত মরিয়মের স্বামী আব্দুস সালামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার দিন মোবাইলে আমার বড় ভাই ফোন করলে তখন বাড়ি থেকে একটু সামনে গিয়ে বড় ভাই ও ভাবীর সাথে কথা বলি। পরে কথা শেষ করে বাড়িতে ঢুকলে আমার স্ত্রী জিঙ্গেস করে কার সাথে কথা বলছো? তখন তার প্রশ্নের উত্তরে ভাই-ভাবীর সাথে বলেছি বলে বাড়ি থেকে বের হওয়ার প্রাক্কালে সে আমার সাথে সন্দেহমূলক খারাপ আচরণ করে। পরে রাগ রাখতে না পেরে তাকে দুইটা থাপ্পড় দেই এবং পরে গরু নিয়ে পাহাড়ে চলে গেলে শ্বশুড় বাড়ির লোকজন এসে স্ত্রী ও আমার ১ লক্ষ টাকা নিয়ে যায়। আমার স্ত্রীকে আমি মেরেছি, আমি চিকিৎসা করব।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন,বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট