সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি বিজিবি টহল দল কর্তৃক একটি ড্রাম্পার ট্রাকসহ মালিক বিহীন ৭০ পিস আকাশ মনি গোল কাঠ জব্দ করা করা হয়েছে। বুধবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র টহল দল সদর হতে আনুমানিক ২ কি.মি. দক্ষিন-পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে বৌদ্ধ মন্দির নামক স্থানে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ মালিকবিহীন এসব কাঠ জব্দ করা হয়। আটককৃত কাঠভর্তি ট্রাকসহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে তাদের এমন তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।