1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

কক্সবাজার পৌরসভা নির্বাচন, ‘মেয়র নির্বাচিত হয়ে জনগণের সেবক হিসেবে উন্নয়নের যাত্রার সারথি হতে চাই’ প্রার্থী মাহাবুবুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |

কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের ঘরে ঘরে নৌকা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কক্সবাজারের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনার নৌকা প্রতীকের বিকল্প কিছু নেই। শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে ভোট দিয়ে বিজয় করে সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এসব কথা সাধারণ ভোটারদের।

গণসংযোগ, পথসভায় গেলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে উদ্দেশ্য করে সাধারণ ভোটারা এমন কথা বলতে শুনা গেছে।

এর উত্তরে প্রার্থী মাহাবুবও বলেছেন, ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়ে জনগণের সেবক হিসেবে উন্নয়নের যাত্রার সারথি হতে চাই। তাই শেখ হাসিনার নৌকার প্রতীকে ভোট প্রদান করে বিজয় নিশ্চিত করতে হবে।

রবিবার (৪ জুন) সকালে ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করতে গেলে বিপুল সংখ্যক সাধারণ ভোটার মাহাবুবকে স্বাগত জানিয়ে ঘিরে রাখে। ওই সময় প্রার্থীকে সাথে নিয়ে ব্যাপক সংখ্যক মানুষ অংশ নেন গণসংযোগে।

ওখানে বিকালে এক পথসভা ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া খানের সভাপতিত্বে ও মোহাম্মদ মহিদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান প্রমুখ। এতে জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মাহাবুবুল হক মুকুল, নাজনীন সরওয়ার কাবেরী, তাপস রক্ষিত, প্রশান্ত ভুষন বড়ুয়া, নুরুল আজিম কনক, সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, সোনা আলী, জসীম উদ্দিন চেয়ারম্যান, মোরশেদ হোসাইন তানিম সহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিকালে ৬ নম্বর ওয়ার্ডের মাটিয়াতলী এডভোকেট আবু আহমদিয়া ঘোনা সমাজ উন্নয়ন কমিটি আয়োজিত পথসভা সমাজ কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী, রাশেদুল ইসলাম কৃষকলীগ নেতা এমএ হাসেম আজাদ চৌধুরী, শাহ আলম, সাইফুল ইসলাম। এতে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা শুভদত্ত বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এরপর ৫ নম্বর ওয়ার্ডের ভোকেশনালের সামনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, রাশেদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তাজউদ্দীন, মাহবুবুল আলম, যুবলীগ নেতা শাহেদ মো. এমরান, চকরিয়া যুবলীগ সভাপতি শহীদুল্লাহ শহীদ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট