1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লোহাগাড়ায় জাল টাকার নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা লামা বিভাগের মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার লামায় ১০ জুয়াড়ি আটক, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা

বিদেশিদের কাছে ধরনা দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই : কক্সবাজারে বিএনপিকে হানিফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি |

বিদেশিদের কাছে ধরনা দিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ওপর জনগণের আস্থা নেই। তারা জানে জনগণের সমর্থন পাবে না। আর তাই তাদের লক্ষ্য ষড়যন্ত্র করে সরকারকে পরাস্ত করা। তারা ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটাতে চায়।

৫ জুন, সোমবার বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরি হলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, পশ্চিমা বিশ্বের মহাশক্তিধর রাষ্ট্র ভিসানাীতি ঘোষণা করেছে। তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনে কোনো কারচুপি দেখতে চায় না। আমাদের কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী বলেছেন, আগামী সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। বিদেশিরা যা বলছে আর আমরা যা বলছি তার মধ্যে পার্থক্য নেই। আমাদের চাওয়া একই। তাহলে কেন বিভ্রান্ত হতে হবে। এটা তো ভালো। এখন যাদের সক্ষমতা আছে তারা নির্বাচনে আসুক।

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, আর আজকে জিয়াউর রহমানের গড়া দলের নেতারা কথায় কথায় মানবাধিকারের কথা বলেন। সারাদিন সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন। বিভিন্ন জায়গায় জনসভা, পথসভা, টেলিভিশনের টকশোতে গিয়ে যা খুশি মুখে বলছেন। মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। তারপরও বলেন বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তিনি বলেন, যারা ভোটে দলকে ব্যবহার করে ফায়দা লুটে। নির্বাচনে প্রভাব বিস্তার করতে চায় তাদের জন্য অশনি সংকেত। ভোটের মাধ্যমে এই অপশক্তিকে রোধ করার সময় এসেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। আমাদের লক্ষ্য একটাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া। ২০৩১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা কাজ করছি।

হানিফ বলেন, আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করার পর আওয়ামী লীগের ওপর চরম আঘাত এসেছিল। আওয়ামী লীগকে খণ্ড-বিখণ্ড করেছিল। দলের নেতা-কর্মীদের হত্যা, খুন করে দেশকে নরকে পরিণত করেছিল।
তিনি বলেন, বাংলার ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা শেখ হাসিনা। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে তার চলার পথ মসৃণ ছিল না। আমাদের অনেক চড়াই উৎরাই পার হয়ে এই পর্যন্ত এসেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য কাজ করছেন। ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যত ষড়যন্ত্রই হোক না কেন কোনো অপশক্তি আওয়ামী লীগকে পরাস্ত করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট