লামা প্রতিনিধি |
গ্যারেজে টমটম গাড়ির ব্যাটারী চার্জ দিতে গিয়ে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. মহি উদ্দিন (৩২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। উপজেলার নয়াপাড়া ইউনিয়নের পরিষদ সংলগ্ন আবুল হাসেমের টমটম গ্যারেজে বুধবার সকালে এ দূর্ঘটনাটি ঘটে। মহি উদ্দিন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড রোয়াম্ভু পাড়ার বাসিন্দা আবুল কাসেমের ছেলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মত মহি উদ্দিন বুধবার সকাল ১০টার দিকে আবুল হাসেমের গ্যারেজে টমটম গাড়ির ব্যাটারী চার্জ দিতে যান। এ সময় গ্যারেজে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন টমটম গাড়ি চালক মহি উদ্দিন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মহি উদ্দিনকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।