1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
লোহাগাড়ায় জাল টাকার নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা লামা বিভাগের মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার লামায় ১০ জুয়াড়ি আটক, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা

রাঙ্গুনিয়ায় ৩৬ কোটি টাকায় অবশেষে নির্মিত হচ্ছে হচ্ছারঘাট ব্রিজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি |

চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজানের মানুষের কাছে একটি সেতুই যেন ভাগ্য উন্নয়নে দ্বার খুলছে। দীর্ঘ ৫০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে রাউজান ফটিকছড়ির হচ্ছারঘাট ব্রিজ। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৬ কোটি টাকা। আর এটি হলে ফটিকছড়ি বার্মাছড়ি বাজার, খিরাম দৌলত মুন্সীর হাট, খিরাম চৌমুহনী বাজার, ফুলতলি বাজার (হচ্ছারঘাট) সহ এসব এলাকায় হাজার হাজার কৃষকেরও উন্নতি ঘটবে। সরেজমিন গিয়ে কথা বলে জানা গেছে, হচ্ছারঘাট ব্রিজ না থাকায় প্রায় ৬৭ কি.মি. পথ অতিক্রম করে নানুপুর নাজিরহাট ও হাটহাজারী হয়ে চট্টগ্রাম শহরে যেতে হয় জনসাধারণকে। কিন্তু হচ্ছারঘাট ব্রিজটি হলে ৬৭ কি.মি. পথটি অনেক কমে আসবে। আর তখন রাউজান হয়ে চট্টগ্রাম শহরে যেতে সময় লাগবে দেড় ঘন্টা। রাউজান সদর সহ চট্টগ্রামে তরতাজা শাক সবজি ফল ফলাদির চাহিদা বাড়বে প্রতিনিয়ত। লাভবান হবে নিরলস পরিশ্রমী হাজারো কৃষক। তাছাড়া শিক্ষা সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীর, চিকিৎসা সুবিধা বঞ্চিত রোগীর উপকার হবে শতভাগ।
ইতোমধ্য এ সেতু নির্মাণে ভূমিকা রাখায় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছে রাউজান ও ফটিকছড়ি সর্তাখালের দুই কূলের মানুষ। সূত্র মতে, খাগড়াছড়ি পাহাড় থেকে নেমে আসা সর্তা খাল যার ভয়ানক গ্রাসে প্রতি বর্ষা মৌসুমে বিলুপ্ত হয়ে যাচ্ছে হাজার একর জমি, সর্ত্তার দুই পাড়ের মানুষের বাড়িঘর। হলদিয়া ভিলেজ সড়কের কুল ঘেঁষে চলা এ খালের দুই প্রান্তের লাখো মানুষের যোগাযোগ বাধাগ্রস্ত ও ভিটা বাড়ি বিশেষ করে হাজার একর ফসলি জমি আর কৃষক-কৃষাণীর জমি রক্ষা আর দুই উপজেলার সরকারি-বেসরকারি অফিসার, আর্মি পুলিশ, শিক্ষক , ছাত্র ছাত্রী সহ নানা পেশায় জড়িত কর্মকর্তা কর্মচারীর নানা অসুবিধার কারণ সর্তা পারাপার। হলদিয়া হচ্ছারঘাট সেতু বাস্থবায়নের দাবি নিয়ে স্থানীয় বাসিন্দা ও রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম দিদারুল আলমের নেতৃত্বে রাউজান ও ফটিকছড়ির জনগণের বিগত দুই হাজার দশ সালে রাউজান সংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নিকট একাধিক বার সৌজন্যে সাক্ষাৎ করেন। পরে এবিএম ফজলে করিম চৌধুরীর নিরলস প্রচেষ্টায় তিনি সয়েল টেস্ট সহ ধাপে ধাপে পরীক্ষা নিরীক্ষা করান সংশ্লিষ্ট বিভাগের নানা কর্মকর্তা দিয়ে। এরই ধারাবাহিকতায় ব্রিজ নির্মাণের অনুমতি সহ, টেন্ডার প্রক্রিয়ার অংশ হিসেবে ফাইনাল পরিদর্শনে আসেন বাংলাদেশ সড়ক ও সেতু বাস্তবায়ন প্রকল্প অধিদপ্তরের পাঁচ সদস্যের পরিদর্শক টিম। এ বিষয়ে রাউজান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, সারা বাংলাদেশে ৮৭টি বড় ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছেন সরকার, তার মধ্যে রাউজান উপজেলার হলদিয়া হচ্ছারঘাট ব্রিজ হচ্ছে একটি। ফাইনাল প্রতিবেদন আর টেন্ডার প্রক্রিয়া শুরু করতে সড়ক ও ব্রিজ মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী ও ব্রিজ ডিজাইনার অফিসারের পাঁচ সদস্যর পরিদর্শক টিম হচ্ছারঘাট এলাকায় আসেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এল,জি,এডির সদর দপ্তরের প্রকল্প পরিচালক শেখ আবু জাকির সেকান্দর, নির্বাহী প্রকৌশলী সেতু ডিজাইনার ভাস্কর কান্তি চৌধুরী, রাউজান উপজেলা ইঞ্জিনিয়ার আবুল কালাম, নির্বাহী প্রকৌশলী সেতু ডিজাইনার তাপস চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট