বান্দরবানের আলীকদমে দুর্গম কুরুকপাতা এলাকায় অস্থায়ী যৌথ চেকপোস্ট সংলগ্ন ক্রিলাইপাড়ায় ১টি নম্বরবিহীন সিএনজিতে তল্লাশি চালিয়ে বিদেশি মদের ৫৯টি বোতলসহ মো. রিদোয়ান (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, আলীকদম-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়কের ক্রিলাইপাড়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি নম্বরবিহীন সিএনজিকে চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার মো. বিল্লাল হোসেন ও দায়িত্বরত বিজিবি সদস্য কতৃর্ক থামতে সিগনাল দেন চেকপোস্টের দায়িত্বরত সৈনিকরা। এসময় সিএনজি গাড়ি থেকে অবৈধ মাদক চোরাচালানকারী একজন সদস্য নেমে দৌঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে সন্দেহ হয়। তখন উক্ত সিএনজি গাড়ি তল্লাশিকালে সিটের পিছনে থাকা তিনটি বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ৫৯টি বোতল পাওয়া যায়। আটককৃত মদের অনুমানিক বাজার মূল্য ৮৮ হাজার ৫০০ টাকা।
আটককৃত ব্যক্তি উক্ত সিএনজির চালক ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাবুপাড়ার মৃতন আমির হামজার ছেলে মো. রিদুয়ান(২৬) বলে জানা যায়। আটকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মালামাল বর্তমানে আলিকদম থানা হেফাজতে রয়েছে।
আটককৃত মালামালের মধ্যে ৩৬ বোতল “ঈগল হুইস্কি”, ১১ বোতল “ব্র্যান্ড রয়েল হুইস্কি” (২টি ভাঙ্গা) এবং ১২ বোতল “মারডালাই রাম” রয়েছে বলে জানা গেছে।
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আকিব জাভেদ বলেন, ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক সীমান্তে অবৈধ মাদক দ্রব্য, সিগারেট, অবৈধ গরু চোরাচালান বন্ধসহ অত্র অঞ্চলের আইনশৃঙ্খলা পরিপন্থী সকল কাজে সজাগ দৃষ্টি রাখাসহ এলাকার উন্নয়নমূলক কাজ এবং সকল সম্প্রদায়ের গরিব, অসহায়, দুস্থ পরিবারের মাঝে সাহায্য-সহযোগিতায় করে নিজেদের নিয়োজিত রেখেছেন জনগণের সেবায়।