1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন আলীকদমের পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিদারুল আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি |
বান্দরবান জেলায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আলীকদম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফপিও) এম দিদারুল আলম। তিনিই বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে এ সম্মাননা পান। গত মঙ্গলবার দুপুরে বান্দরবানের অরুন সারকি হলে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কারটি দিদারুল আলমের পিতা আনোয়ার মিয়া ও ভাতিজি সাবরিনা তাহাত্তম মহুয়া’র হাতে তুলে দেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ অংচালু। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা। এ শুদ্ধাচার পুরস্কারের পাশাপাশি পেয়েছেন নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন প্রমুখ।
শুদ্ধাচার পুরস্কার নীতিমালা-২০২১ এর অনুচ্ছেদ ৩ এর উপানুচ্ছেদ ৩.৪ অনুযায়ী সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ এ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন এম দিদারুল আলম।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে এম দিদারুল আলম বলেন, উপজেলা পর্যায়ে সকলকে নিয়ে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে। এ প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উৎসর্গ করে দিতে চাই। তিনি এ শুদ্ধারচার পুরস্কার প্রাপ্তিতে নিজ দপ্তরের মেডিকেল অফিসার (এমসিএইচএন্ডএফপি) ডা. বেলাল উদ্দিন আহম্মেদ- সহ সংশ্লিষ্ট কর্মচারীদের সুন্দর টিমওয়ার্ক ও দায়িত্ব পালনে পরিশ্রমের অবদান স্বীকার করেন।
উল্লেখ্য, এম দিদারুল আলম ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে আলীকদমে যোগদান করেন। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের সাথে এম দিদারুল আলমের ইতিবাচক যোগাযোগের কারণে আসে গতিশীলতা ও স্বচ্ছতা। কমে যায় জনভোগান্তি আর বৃদ্ধি পায় জনসেবার মান। ফলশ্রুতিতে আলীকদম পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারীদের মধ্যে একাধিক কর্মচারী জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নানান পুরস্কারে ভূষিত হতে থাকে। পরিবার পরিকল্পনা কার্যালয়কে একটি উন্নত ও সেবামুখী দপ্তরে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন এম দিদারুল আলম।
জানা যায়, এম দিদারুল আলম ১৯৮৭ সালে ইউএফপিএ হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগে পরিক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। ইউএফপিএ হিসেবে রুমা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রথম বারের মতো দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে তিনি পদোন্নতি প্রাপ্ত হয়ে লামা উপজেলা থেকে আলীকদম উপজেলা পরিবার পরিককল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করে দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট