কেন্দ্রিয় ঘোষিত সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি কক্সবাজারে ২০ মিনিটে শেষ করা হয়েছে। ১৮ জুলাই, মঙ্গলবার বিকাল ৩টায় কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ সরণীর দলীয় কার্যালয় থেকে শুরু করা হয় এই পদযাত্রার কর্মসূচি। যা আধা কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হলিডের মোড় হয়ে মোটেল শৈবালের আগে গিয়ে শেষ হয়। ২০ মিনিটের এই পদযাত্রা কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
দুপুর ২টা থেকে শহীদ সরণীস্থ জেলা বিএনপির কার্যালয়ে মিছিল সহকারে বিভিন্ন উপজেলা ও ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। যেখানে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতি এক সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল, এটিএম নুরুল বশর চৌধুরী সহ অন্যান্য নেতারা। পুলিশের নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় বিএনপির এই পদযাত্রা কর্মসূচি।