1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
আলীকদমে অপার নির্জনতার নাম ‘চেয়ারম্যান লেক’ আলীকদমে বিনামূল্যে চোখের চিকিৎসা দিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব গোল্ডেন সিটি ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘২৫ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত রামুর ডাকাত শাহীনের সহযোগী আবছার অস্ত্রসহ নাইক্ষ্যংছড়ির বিজিবির হাতে আটক   লামায় নিরাপদ খাদ্য নিশ্চিতে স্যানিটারি ইন্সপেক্টর’র অভিযান লামায় পাহাড় ধস, লামামুখ – রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবধর্ণা লামায় প্রান্তিক কৃষক ও বেকার নারীদের উন্নয়নে বিনামুল্যে গাছের চারা, গবাদিপশু, সেলাই মেশিন ও আর্থিক অনুদান মিয়ানমারের বিদ্রোহি আরাকান আর্মির গোলাগুলিতে ছোঁড়া গুলি এসে পড়লো এপারে নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্দ্যোগে গবাদিপশুর, সেলাই মেশিন ও অর্থ বিতরণ করেন এ্যাড. আবুল কালাম  লামায় জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত লামায় পর্যটন কটেজে এক পর্যটকের আত্মহত্যা লামায় পরিবেশ বিধ্বংসী ৬ লাখ ২৭ হাজার গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু

পেকুয়ায় রাস্তা-ঘাট সাগর গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে
পেকুয়া প্রতিনিধি |

 

টানা বর্ষণ ও পূর্ণিমার জোয়ারের পানির ধাক্কায় সাগর গর্ভে তলিয়ে যেতে পারে কক্সবাজারের পেকুয়া কাটাফাঁড়ি ব্রিজ-করিমদাদ মিয়া চৌধুরী জেটি ঘাট সড়ক। ফলে হতে পারে পেকুয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সড়কের ধারিয়াখালী অংশে ফাটল দেখা দিয়েছে। যে কোন মূহুর্তে তলিয়ে যেতে পারে ওই অংশ। টানা বর্ষণ ও পূর্ণিমার জোয়ারে সাগরে পানি বৃদ্ধি পেয়েছে। রূপাইখালের ধারিয়াখালী অংশে সড়কে দুই চেইনের ব্যবধানে প্রায় ৫০ মিটার স্থান চরম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এমনকি রাস্তার অংশ বিশেষ ভেঙে সাগরের পানি উঠছে। যে কোন সময় বিলীন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। ফলে তলিয়ে যেতে পারে ধারিয়াখালীসহ কয়েকটি গ্রাম।

স্থানীয় বাসিন্দা ইখতিয়ার, আব্বাস উদ্দিন বলেন, মগনামা কাটাফাঁড়ি- উজানটিয়া করিমদাদ মিয়া চৌধুরী জেটিঘাট সড়ক হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে আসছে। দুই ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ এ সড়কের ধারিয়াখালী অংশে দুইটি পয়েন্টে ফাটল ধরেছে। সুইচ গেইট অংশে গত দু’বছর ধরে ভাঙাগড়া অবস্থায় চলছে।

চরম ঝুঁকিতে থাকায় কয়েক দফা যান চলাচল বন্ধও হয়ে গিয়েছিল। জেলা পরিষদের সদস্য এইচ এম শওকত ও সিএনজি চালকদের ব্যক্তিগত সহায়তায় ইটের টুকরো বসিয়ে সড়কের সংস্কার কাজ করে যান চলাচল স্বাভাবিক করে। তবে চলতি বর্ষায় এ সড়কের ওই ঝুঁকিপূর্ণ অংশ পূর্বের অবস্থায় ফিরে গেছে।

মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, সড়কটি দুইটি ইউনিয়নের যোগাযোগ মাধ্যম। দ্রুত সংস্কার করা না হলে যেকোন সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষের দুর্ভোগ চরম পোহাতে হবে।

উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন,পুরো উজানটিয়া ও মগনামার দক্ষিণ অংশের লোকজন এসড়ক দিয়ে চলাচল করে থাকে। বহুবার আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভায় এ সড়কের কথা বলছি। দুবার নিজের পকেটের টাকা দিয়ে সংস্কার করেছি। পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী গাড়ির কারণে সড়কের ফাটল ধরেছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক বলেন, কয়েক মাস আগে উপজেলা পরিষদের অর্থায়নে সংস্কার করা হয়েছিল। ভারী যানবাহন চলাচলের কারণে ফের দেবে গেছে। তবে নিজের অর্থায়নে আবার সংস্কার করার ব্যবস্থা করব।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পেকুয়া উপজেলা প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন,পাউবো কর্তৃপক্ষের সঙ্গে ইউএনও স্যার কথা বলেছেন। তিনটি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। আপাতত পানি আটকানোর জন্য সড়কের দুপাশে প্রতিরোধকের ব্যবস্থা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট