নাজিম উদ্দিন রানা, আজিজনগর
স্বামীর সাথে অভিমান করে বান্দরবান জেলার লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে ফাতেমা বেগম (২৬) নামের এক গৃহবধু আতœহত্যা করেছেন। শুক্রবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের সন্ধীপ পাড়ায় ঘটনাটি ঘটে। ফাতেমা বেগম সন্ধীপ পাড়ার বাসিন্দা মো. আবদুল্লাহর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদ সদস্য মো. জসিম উদ্দীন টিটু।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার সকাল ৭টার দিকে স্বামীর সাথে ঝগড়া করে পাশের কক্ষে চলে যায় ফাতেমা বেগম। এর কিছুক্ষন পর পাশের বাড়ির লাকী আক্তার নামের এক নারী ফাতেমা বেগমকে বীমের সাথে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে পাশের বাড়ীর লোকজনের সহায়তায় ফাতেমা বেগমের ঝুললন্ত লাশ উদ্ধার করেন স্বজনেরা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে অভিমান করে ফাতেমা বেগমের আতœহত্যা। এরপরও মৃত ফাতেমা বেগমের লাশের প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠাানো হয়েছে।