লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার সাড়ে তিনশ বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ’র ৫৭ ব্যাটালিয়ন সদস্যরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিজিবি সদস্যদের রেশন থেকে দুই উপজেলার প্রান্তিক জনগোষ্ঠির মাঝে এসব খাদ্য সাসগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও চিনি। মঙ্গলবার দুুুপুরে লামা পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ উদ্ভোধন করেন- আলীকদম ৫৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আকিব জাভেদ, পিএসসি। এ সময় লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে আলীকদম উপজেলার বিভিন্ন স্থানের পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সহায়তা দেয়া হয়। এ চিকিৎসা সেবার নেতৃত্ব দেন ডা: ক্যাপ্টেন মশিউর রহমান।
খাদ্য সামগ্রী বিতরণকালে লে. কর্নেল আকিব জাভেদ, পিএসসি বলেন, আজকের এ শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করি। আর এ দিন উপলক্ষে বিজিবির পক্ষ থেকে খাদ্য সামগ্রী করা হচ্ছে। আশা করি বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হয়ে দেশের সার্বোভৌমত্ত্ব রক্ষ সহ ৫৭ বিজিবির সদস্যরা সর্বদা দেশের যেকোন দুর্যোগ পরিস্থিতিতে অসহায় দুঃস্থ বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের পাশে থাকবে।