লামা প্রতিনিধি |
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২৩ উপলক্ষে এক ‘আলোচনা সভা’ বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলার লামা উপজেলার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তথ্য অফিস লামা’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ এর সভাপতিত্বে এতে সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ ইমতিয়াজ, পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ অতিথি ছিলেন। আলোচনায় অংশ গ্রহন করেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। শেষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগমের ব্যক্তিগত উদ্যোগে ছাত্রীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।