বান্দরবান জেলার লামা পৌরসভার এলাকার একটি বাসায় বালতির পানিতে ডুবে রাইসা মনি নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পৌরসভার লামামুখ বাজার পাড়ায় দূর্ঘটনাটি ঘটে।রাইসা মনি লামামুখ বাজার পাড়ার বাসিন্দা মো. রফিক সরকারের মেয়ে।
মৃত রাইসা মনির বাবা মো. রফিক সরকার বলেন, ঘটনার সময় রাইসা মনির মা জয়নাব বেগম রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ ফাঁকে বাথরুমে পানি ভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে যায় রাইসা। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রািইসা মনিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, শিশুটির পরিবারের কারো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের জন্য বলা হয়েছে।