1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত

তমব্রু সীমান্তের বিপরীত আলোচিত কাঁটাতারের বেড়া সংস্কার করছে মিয়ানমার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমার বিজিপি তাদের অংশে নির্মিত বহুল আলোচিত কাঁটাতারের বেড়া পুনর্সংস্কারের কাজ পুরোদমে শুরু করেছে। বৃহস্পতিবার ( ৩১ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় সীমান্ত এলাকায় বসবাসকারী অনেকেই মিয়ানমারে কাঁটাতারের বেড়া সংস্কারের এমন দৃশ্য দেখেছে বলে স্থানীয় সংবাদ কর্মীদের জানিয়েছে ।

তারা জানান, কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবিরর অধীন তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমার ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্পের অধীন মাইক পোস্টের উত্তর-পশ্চিম দিকে এবং মেইন পিলার ৩৪/৩৫ মধ্যবর্তী জিরো লাইন এলাকায় এ কাজ করতে দেখেছে তারা।

সূত্র মতে, মিয়ানমার তাদের নির্মিত কাঁটাতারের বেড়াগুলো ২ বিজিপি কর্তৃক সিভিল লোকজনের মাধ্যমে পূর্বের চেয়ে অধিক মজবুত করে তিন স্তর বিশিষ্ট কাঁটাতার সংযোগ করে পুনর্সংস্কারের কাজ করছে । বর্তমানে মিয়ানমার বিজিপির মাইক পোস্ট থেকে বিজিপি চাকমাপাড়া পোস্টের দিকে কাজ চলমান রয়েছে। সূত্র দাবি করছে, তারা ৩১ পিলার থেকে ৩৬ নম্বর সীমান্ত পিলার পর্যন্ত প্রথম দফায় এ কাজ করবে।

তারই অংশ হিসেবে মিয়ানমার সরকারের লোকজন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উক্ত কার্যক্রম চালিয়েছে বলে জানান এ প্রতিবেদককে । বাকি কাজ গুলোও ক্রমান্বয়ে করবে বলে ধারণা করছেন তারা।

ঘুমধুমের তমব্রু এলাকার ব‍্যাবসায়ী মো. সরোয়ারের জানান সীমান্তের ৩৪/৩৫ এলাকার মিয়ানমারের কাটাঁতারের সীমানা প্রাচীন পুনরায় সংস্কারের দৃশ্য তিনিও দেখেছেন। যা তারা বিগত দিনেও করেছেন।

সীমান্তের লোকজন জানান, বিগত দিনে সীমান্তের এ পয়েন্টে কাটাঁতারে বেড়া পার হয়ে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরসা কর্তৃক হামলা চালিয় তুমব্রু শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর এ তুমব্রুতেই দেশের ১ ডিজিএফআই কর্মকর্তাসহ ২ জন কর্মকর্তা আরসার বাহিনীর হামলায় নিহত হলে পুরো দেশজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়। সে থেকে এ সীমান্ত পয়েন্টটি খোলা বা কাঁটাছেড়া অবস্থায় পড়েছিল।

সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম বলেন, মূলত এ সংস্কার কাজ শুরু হয় বেশ ক’দিন আগে থেকেই। কেননা বিগত ক’মাস আগে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক বৈঠকে তিনি মিয়ানমার প্রতিনিধিকে তাদের অংশের কাঁটাতার নিয়ে প্রস্তাব দিয়েছিলেন যে, চোরাচালানরোধ, সন্ত্রাসী ও রোহিঙ্গাদের পারাপারসহ সীমান্ত সুরক্ষার জন্যে এ কাঁটাতার খুবই গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে তারা ( মিয়ানমার কর্তৃপক্ষ) হয়তো গত কয়েক সপ্তাহ থেকে এ সংস্কার কাজ আরম্ভ করে এখনও চলমান রেখেছে।

উল্লেখ্য, উক্ত সীমান্ত এলাকা দিয়ে চলতি সময়ে কোন হট্টগোল নেই বলেও জানান স্থানীয় বসবাসকারী অন্যান্য লোকজন। তবে সীমান্তকে ভবিষ্যতে নিরাপদ ও সুরক্ষিত রাখতে এ সংস্কার কাজ মাইলফলক হিসেবে কাজ করবে বলে তারা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট