খাগড়াছড়ি প্রতিনিধি |
খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে গুইমারা থানার পুলিশ। আটক এমরান হোসেন জেলার পানছড়ি উপজেলার কলোনীপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে।
গুইমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কর জানায়, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর এর নির্দেশনায় বুধবার রাতে উপজেলার ইসলামপুর এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়ক থেকে দুই কেজি গাজাসহ এমরানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়াও আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি ফজলুল করিমকে রামগড় থানাধীন মহামনি এলাকা থেকে আটক করা হয়েছে। ফজলুল করিম গুইমারা উপজেলার কালাপানি মোবাইল সেন্টার এলাকার মৃত গনি ফরাজির ছেলে। আটক হওয়া দুইজনকে বিধি মোতাবেক আদালতে প্রেরন করা হয়েছে।