বান্দরবান প্রতিনিধি |
পাহাড়ের যেসব জনগোষ্ঠীরা পিছিয়ে রয়েছে সেসব জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রয়েছে বলে মন্তব্যে করেছেন ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলার দুর্গম পাহাড়ি এলাকা চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ম্রো জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পরে ম্রো জনগোষ্ঠীর ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ড্রেস, ছাতা ও টর্চলাইট তুলে দেন প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেজর মো. শায়েখ উজ জামান, সদর জোনে কমান্ডার মাহমুদুল হাসান, শিক্ষার্থীরসহ প্রমুখ।