1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাই মদসহ আটক ২ নাইক্ষ্যংছড়িতে আটক ছাত্রের মুক্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি পেল বান্দরবানের নওরীন জাহান রাইসা বান্দরবানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ব্রিফিং কক্সবাজারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ৬ জন গ্রেফতার আজিজনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান জসিম ও তার ছেলে নিহাল চট্টগ্রাম থেকে গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের জালে আটক- ১ লামায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন লামায় অবৈধ ৬ ইট ভাটা গুড়িয়ে দিয়ে গাছের চারা রোপন করলেন প্রশাসন লামায় নারী ও শিশু নির্যাতন মামলার ভিকটিমদের পুলিশের আইনগত ও মানবিক সহায়তা লামায় অবৈধ ২ ইট ভাটা উচ্ছেদ আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন লামায়  নদী ভাঙ্গনে বিলীন মেরাখোলার ৫০০ ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা কবরস্থান সড়ক ও ২০০ একর ফসলি জমি : অর্ধশত ঘরবাড়ি ও শতশত একর ফসলী জমি বিলিনের আশংকা, ভাঙ্গন রোধে দ্রুত ব্লক স্থাপনের দাবী ইউনিয়নবাসীর

বিশ্বসেরা ল্যাডার নিয়ে মর্ডাণ ফায়ার সার্ভিসের স্বপ্নপূরণ কর্ণফুলীর!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘মডার্ণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন’টি আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৩ আসনের সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

এ উপলক্ষ্যে ইতোমধ্যে স্টেশনটি ডেমো ট্রেনিং সম্পন্ন করেছেন। সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, উদ্বোধনের অপেক্ষায় থাকা ফায়ার স্টেশন চত্বরে চলছে সাজসজ্জার কাজ। ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ‘১১টি মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস স্টেশনটি বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রাম-২। নির্মাণে কাজ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান ডেল্টা ইঞ্জিনিয়ার্স এন্ড কনসোটিয়াম লিমিটেড।

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী ওয়াই জংশন এলাকায় রাস্তার পাশে ১ দশমিক শূণ্য দুই একর জায়গায় আধুনিক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনটি নির্মাণ করা হয়। ৪ তলা বিশিষ্ট আর্কিটেকচারাল ডিজাইনে নির্মাণ করা ফায়ার সার্ভিস স্টেশনটির প্রথম ও দ্বিতীয় তলায় অফিস কক্ষের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া তৃতীয় ও চতুর্থ তলায় আবাসনের জন্য প্রস্তুত করা হয়েছে। রয়েছে চতুর পাশে দেয়াল।
এ স্টেশনে যুক্ত হবে বিশ্বসেরা ল্যাডার। যার দৈর্ঘ্য ৬৮ মিটার লম্বা। সংক্ষেপ নাম টেবিল টার্ন ল্যাডার (টিটিএল)। থাকবে ৬ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য ৮৮ দশমিক ৫ ফুট লম্বা স্নোরকেল ল্যাডার, ৫৪ মিটার লম্বা ভিমা ও স্কাই লিফট এবং হাজমত টেন্ডার। এছাড়াও স্টেশনে ১টি পানিবাহী গাড়ী, ২টি টোয়িং ভেহিক্যাল, ১টি লাইটিং ইউনিট, ১টি এ্যাম্বুলেন্স, ৪টি ফায়ার পাম্প এবং ২৭ থেকে ৩৫ টি জন সদস্য নিয়োগ করা হয়েছে।

চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্ণফুলীর স্টেশনটির কাজ শুরু হয়েছিল। গত এক মাস আগে তার শেষ হয়েছে। ১০ কোটি ৫০ লাখ ব্যয়ে নির্মিত স্টেশনটি এখন উদ্বোধনের পালা।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম বলেন, ‘কর্ণফুলীর মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনটি কর্ণফুলীসহ আশেপাশের শিল্প অঞ্চলে অগ্নি নির্বাপণের জন্য অত্যন্ত কার্যকরী হবে। শনিবার মাননীয় ভূমিমন্ত্রী এটি উদ্বোধন করবেন। এ জন্য আমাদের ডেমো ট্রেনিং ও শেষ হয়েছে। বলা যায়, উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ফায়ার স্টেশনের সকল সরঞ্জামাদি স্টেশনে পৌঁছেছে। জনবলও নিয়োগ দেয়া হয়েছে। উদ্বোধনের পর রবিবার থেকে কর্ণফুলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হবে।’

উল্লেখ্য, ২০২০ সালের ৯ নভেম্বর কর্ণফুলী উপজেলায় ‘মডার্ন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন’ নির্মাণে শিকলবাহা ওয়াই ক্রসিং এলাকায় প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শহীদ আতাহার হোসেন।
কর্ণফুলীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো একটি নিজস্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন তৈরী। কেননা কোন তাৎক্ষণিক ভয়াবহ দূর্ঘটনা হলে শহরের কালামিয়া বাজার হতে ফায়ার সার্ভিস আসতে আসতে অনেক ক্ষতি হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট