1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

আলীকদমে মুরুং প্রতিনিধিদের সাথে জোন কমান্ডারের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে
আলীকদম  প্রতিনিধি ।
বান্দরবান জেলার আলীকদম উপজেলায়  বন্ধুত্ব ও ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় রেখে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের  লক্ষে  মুরুং সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনীর ৩১ বীরের জোন কমান্ডার লে. কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার  দিকে জোন ক্যান্টিন সংলগ্ন কনফারেন্স হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম পিএসসি ও জোনাল স্টাফ অফিসার মেজর আজিজুল হাকিম প্রিন্স উপস্থিত  ছিলেন।
মতবিনিময়কালে জোন কমান্ডার লে. কর্নেল মো. সাব্বির হাসান পিএসসি বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু পাচার, মাদক ইয়াবা, বিদেশি মদ, গাঁজা ও সিগারেটসহ বিভিন্ন মাদকদ্রব্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসছে। এতে এ অঞ্চলের যুবসমাজ অর্থের লোভে পড়ে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে। যা দেশের যুবসমাজকে বিপথগামী করে দিচ্ছে। এতে সমাজের শিষ্টাচার এবং পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে সাথে অপহরণের ঘটনা ঘটছে। এতে হয়রানির শিকার হচ্ছে উপজেলার সাধারণ মানুষ।

জোন কমান্ডার আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, হত দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুরুং সম্প্রদায়ের জনসাধারণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য দিক নির্দেশনা প্রদানও  করেন তিনি।

মতবিনিময়ে মুরুং সম্প্রদায়ের প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ইউএনডিপি পরিচালিত প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করা হয়। এই ইউএনডিপির স্কুলগুলোর শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত না থেকে মাসের পর মাস বেতন ভাতা উত্তোলন করছেন। জাতীয়করণকৃত স্কুলের শিক্ষকরা যদি দুর্গম এলাকায় নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন, তাহলে দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন হবে।

এ সময় কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, সদ্য জাতীয়করণ ইউএনডিপির স্কুলগুলোর শিক্ষকরা বিশেষ করে দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৪,৫,৬, ও ৭,৮,৯নং ওয়ার্ডের বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করেন না। তারা কাগজ কলমে অফিস ঠিক রেখে, প্রতিমাসে বেতন ভাতা উত্তোলন করে নিচ্ছেন কিন্তু আমাদের সন্তানরা সঠিক শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।

মতবিনিময় শেষে  মুরুং সম্প্রদায়ের ৬০ প্রতিনিধির মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করেন- আলীকদম  সেনাবাহিনীর ৩১ বীরের জোন কমান্ডার মো. সাব্বির হাসান পিএসসি। শুভেচ্ছা উপহার হিসেবে প্রতি জনকে চিনি, আটা, চা পাতা এবং লবণ দেওয়া হয় |

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট