পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)-উপলক্ষে রাঙামাটিতে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাউছিয়া কমিটির বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আয়োজনে জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থকে বর্ণাঢ্য জশনে জুলুছ শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদে শেষহয়। জুলুছে জেলার প্রত্যন্ত উপজেলা থেকে সহস্রাধিক মুসলমান নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জুলুছে অংশ গ্রহণ করেন। জশনে জুলুছে নেতৃত্ব দেন- চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল ওয়াজেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সৈয়দ। উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌরসভার কাউন্সিরগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বনরূপা জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত নেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এই দিনে জশনে জুলুছ রাষ্ট্রীয়ভাবে উদযাপনে সরকারের প্রতি আহবানের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।