1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

শান্তি কমিটির বৈঠকের পূর্বে বম সম্প্রদায়ের দুই সদস্যের পদত্যাগের ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

পাহাড়ের কথা ডেস্ক |

শান্তি প্রতিষ্ঠা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বান্দরবানের বম সোশ্যাল কাউন্সিলের দুই সদস্য। সম্প্রতি শান্তি প্রতিষ্ঠা কমিটির সদস্য ও বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজারলম বম এবং সাধারণ সম্পাদক লালথানজেল বমকে প্রাণ নাশের হুমকি দিয়েছে পাহাড়িদের একটি সংগঠন।

আগামী সোমবার (২ অক্টোবর) শান্তি প্রতিষ্ঠা কমিটির সাথে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র মধ্যে একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের ঠিক আগে শান্তি কমিটির অন্যতম বম সম্প্রদায়ের ২ সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়ায় বৈঠক নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে লালজারলম বম নাম জানাতে অপারগতা প্রকাশ করলেও পাহাড়িদের অন্য একটি সংগঠন এই হুমকি দিয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, আমি হুমকি নিয়ে কমিটিতে থাকতে চাই না। বিষয়টি শান্তি কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জানেন। এছাড়া প্রশাসনকে জানানো হয়েছে। বম সোশ্যাল কাউন্সিলের বৈঠকে বিষয়টি উত্থাপন হলে সংগঠনের নেতৃবৃন্দ এই দুজনকে শান্তি কমিটি থেকে পদত্যাগের নির্দেশনা দিয়েছে বলে লালজার জানিয়েছেন।

পদত্যাগ পত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে আর কিছু বলতে চাননি। তবে শান্তি কমিটির বম সম্প্রদায়ের ২ সদস্যকে প্রাণনাশের হুমকির বিষয়টি কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা জানেন না বলে জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, অন্য কোন সংগঠন কি স্বার্থে তাদের প্রাণনাশের হুমকি দিবে। এটি তাদের অভ্যন্তরীণ সমস্যা হতে পারে বলেও তিনি জানান।

এদিকে বিষয়টি নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক আলোচনা চলছে। বৈঠকের ঠিক আগেই কেন ও কী কারণে এই হুমকি দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে নতুন একটি সশস্ত্র সংগঠন তৎপরতা শুরু করে। এই সংগঠনটির সাথে সংঘর্ষে ও তাদের পুঁতে রাখা বিস্ফোরকে সেনা সদস্যসহ এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে কেএনএফ’র ১৭ জন সদস্য। নতুন গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিদ্দা‌ল শারক্বিয়া সদস্যদের অর্থের বিনিময়ে প্রশিক্ষণ দেয়ারও অভিযোগ উঠে এ সংগঠনের বিরুদ্ধে। বর্তমানে এই সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে চাঁদাবাজি অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে প্রশাসনের কাছে।

বান্দরবানে চলমান এই সংঘাত নিরসনে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লাকে আহ্বায়ক করে সম্প্রতি শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কমিটিতে তিনজন বম সম্প্রদায়ের সদস্য রয়েছেন। এ কমিটি এখন কেএনএফের সাথে আলোচনা চালাচ্ছে। আগামী ২ অক্টোবর এদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট