1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত

চট্টগ্রাম নিউ মার্কেটের আশপাশ ফুটপাত মুক্ত, কিন্তু কতক্ষণ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি ।

ফুটপাতে পণ্য সাজিয়ে হকাররা বসে জমজমাট বেচাকেনা করতেন। চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন অপর্নাচরণ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এর আশপাশ, আমতল, নিউমার্কেট এলাকার ফুটপাতের চেনা চিত্র এটি। তবে চেনা এই চিত্র বদলে গেছে। ৩০ সেপ্টেম্বর দুপুর থেকে কোতোয়লী থানা পুলিশ হকারদের উচ্ছেদ করায় ফুটপাত ফিরে পেয়েছে পথচারীরা। স্বস্তিতে পথ চলছেন পথচারীরা। ফলে, ফুটপাতের কাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে।

কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর বলছে, এই পরিবর্তনকে স্থায়ী রূপ দিয়ে তারা সক্রিয়। কিন্তু অভিযান শেষে আবারো ফুটপাতে হকার বসানোর চেষ্টা চলছে। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ কঠিন হয়ে পড়েছে।
এর আগেও কয়েকবার এসব এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু সে পরিবর্তন টেকেনি বেশি দিন। তাই এবারের পরিবর্তন কত দিন টেকে, তা নিয়ে প্রশ্ন আছে অনেকের।

নগর বিশেষজ্ঞরা বলছেন, পথচারীদের সঙ্গে হকারদের সামাজিক ও আর্থিক সম্পর্ক আছে। হকাররা নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পণ্যের জোগান দেন। হকারদের পরিবারও এর আয় থেকে চলে। এ কারণে হকারদের পুনর্বাসন করতে হবে। অন্যথায় হকাররা আবার ফুটপাতে বসে পড়বেন।
সরেজমিনে দেখা যায়, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) নুরুল বাশার এর নেতৃত্বে কোতোয়ালী থানা এলাকার অপর্না চরন সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এর আশপাশ, আমতল, নিউমার্কেট এলাকার অবৈধ হকার মুক্ত করা হয়। যাতে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, যানচলাচল স্বাভাবিক করতে এই অভিযান পরিচালনা করা হয়।

ব্যবসায়ী আবুল হোসেন বলেন, নিউ মার্কেটের চারপাশে এক হাজারের বেশি হকার ছিলেন। তারা শামিয়ানা টানিয়ে ফুটপাতে বসতেন। এতে মার্কেটের মূল দোকান আড়ালে চলে যেত। এখন হকারদের উচ্ছেদ করায় পরিবেশ অনেক সুন্দর হয়েছে। কিন্তু কতক্ষণ থাকবে জানি না। কাল থেকে আবারো ফুটপাত দখল করবে না, তার কোন গ্যারান্টি নেই।
জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি তদন্ত আরমান হোসেন বলেন, পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য হকারমুক্ত ফুটপাত দরকার। আবার নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্যও হকারদের দরকার। তারা অল্প দামে কেনাকাটা করতে পারে। তিনি বলেন, হকারদের পুনর্বাসন করা অনেক কঠিন কাজ। এই কাজটা সহজভাবে করতে পারে সিটি কর্পোরেশন। আমরা শুধুমাত্র ফুটপাত পথচারীবান্ধব করতে পারি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট