শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে যাচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে।বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গাড়ীযোগে উপজেলায় পৌঁছবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামিলীগ ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামিলীগ সদস্য মুহাম্মদ আবু তাহের কোম্পানি। তিনি জানান, প্রতিবারের মতো মন্ত্রীর আগমনের নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় ও সোনাইছড়ি ইউনিয়নে এবারও উপজেলাবাসীর পক্ষে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে জনগুরুত্বপূর্ণ স্থান গুলিতে গেইট, ব্যানার ফেস্টুন শোভা পাবে বলে আশা করছে দলীয় নেতাকর্মীরা ।
আর এদিকে, মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, পার্বত্যমন্ত্রীর আগমনের কর্মসূচীতে সকাল ১০টায় বান্দরবান জেলা পরিষদের তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়ি নব-নিম্মিত রেস্টহাউজ উদ্বোধন। সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে উপস্থিত হয়ে বটতলী বাজারে সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্থানীয় আওয়ামীলীগের আয়োজিত জনসভায় যোগদান।
বিকেল ৩টায় বান্দরবান উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।