1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ:
কাপ্তাই হৃদে পানি স্বল্পতায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে বজ্রপাতে গৃতবধূর ‍মৃত্যু নাইক্ষ্যংছড়ির বিজিবির চেকপোস্টে ইয়াবাসহ আটক-১ লামায় আবুল খায়ের টোব্যাকোর তামাক ক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনায় ৩ জন আটক লামায় ‘ভূমি ধ্বস পূর্ব প্রস্তুতি মূলক কর্ম পরিকল্পনা’ বিষয়ক কর্মশালা লামা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা, সুবিধা পাচ্ছেন ৩ হাজার ৭৩ জন সীমান্তে চোরাকারবারিদের বড় চালান ধরা, অর্ধ লাখ পিস ইয়াবা উদ্ধার বাইশারীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল আলীকদমে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে সুফিয়া এবতেদীয়া মাদরাসা নির্ম্মানে ভিত্তিপ্রস্তর স্থাপনে এ্যাডভোকেট এম, এ কালাম… লামা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন থানচিতে খেয়াং নারী হত্যার প্রতিবাদে লামায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ আলীকদমে জাল সনদ তৈরির দায়ে ফটোকপি দোকান সিলগালা, ২০ হাজার টাকা জরিমানা লামায় জব্দকৃত বালুর নিলাম বন্ধের দাবী জানিয়ে জেলা প্রসাশক বরাবরে আবেদন লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা নির্ধারণ পরিবেশ অধিদপ্তরের

সাগরে জোর ঘূর্ণি, হামুন আঘাত হানতে পারে বুধবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি |

দেশের উপকূলে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম দেয়া হয়েছে ‘হামুন’। আবহাওয়া অফিস বলছে, যে গতিতে এটি এগুচ্ছে তাতে বুধবার নাগাদ হামুন বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় হামুনের নাম দিয়েছে ইরান।

সোমবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৬৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৩০ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এটি বুধবার নাগাদ বাংলাদেশ উপকূলে অতিক্রম করতে পারে। বুধবার সন্ধ্যার পর থেকে ২৬ অক্টোবর দুপুর ১২টার মধ্যে সরাসরি বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকার উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

পটুয়াখালীর কুয়াকাটা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সমুদ্রের জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে। দিনব্যাপী আকাশে মেঘমালা এবং সেই সাথে থেমে থেমে গুড়ি-গুড়ি বৃষ্টিপাত ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে উপকূলজুড়ে এক থমথমে পরিবেশ বিরাজ করছে।

গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত চলছে। প্রবল থেকে মাঝারি বৃষ্টি এই হেমন্তে নিয়ে এসেছে শীতের আমেজ। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল উপকূলীয় এলাকা সেই সাথে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে আগামী দু’তিন দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে খুলনা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা; ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যত্র দু’এক জায়গায় আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে ধমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। গভীর নিম্নচাপ, আট বিভাগেই হতে পারে বৃষ্টিগভীর নিম্নচাপ, আট বিভাগেই হতে পারে বৃষ্টি
সেই সাথে দেশের দক্ষিণ অঞ্চলের কোথাও কোথাও মাঝারি বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকার ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট