লামা প্রতিনিধি ।
দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ সংগঠন বান্দরবান জেলার লামা উপজেলায় ‘মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ এর ২৯ তম বার্ষিক সাধারণ সভা শনিবার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে শীত আর কুয়াশা উপেক্ষা করে সমিতির সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। এরপর জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সমিতির চেয়ারম্যান আব্দুর শুক্কুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) এস এম রাহাতুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা, কালব’র ডিরেক্টর আশীষ কুমার দাস, প্রাক্তন ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূঁইয়া, প্রাক্তন ডিরেক্টর নুর মোহাম্মদ, সমীরণ কান্তি দাশ বিশেষ অতিথি ছিলেন। এর আগে কোন প্রতিদ্বন্ধি না থাকায় ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে মো. আবদুর শুক্কুর চেয়ারম্যান, মো. হাবিবুর রহমান সেক্রেটারী ও লিটন কুমার দাশ ভাইস-চেয়ারম্যান এবং মো. মোজাম্মেল হক, থোয়াইনু মার্মা, মো. শওকত আলী ডিরেক্টর নির্বাচিত হন।
এ বিষয়ে সমিতির সিইও এম. জয়নাল আবেদীন বলেন, ‘টেকসই ক্রেডিট ইউনিয়ন’ -এই স্বপ্ন নিয়ে সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিতের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। এ সমিতির সফলতার অংশীদার সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা। আরো নতুন নতুন কার্যক্রম হাতে নিয়ে মৌচাক এগিয়ে যাবে এই স্বপ্ন আমাদের। প্রসঙ্গত, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৯৯২ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এ সমিতির সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার। সমবায় সমিতি’র উজ্জ্বল দৃষ্টান্ত এ প্রতিষ্ঠানটির বর্তমান মূলধন প্রায় ৫০ কোটি টাকা।