1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড লামায় কেক কেটে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানে ৪০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ ইউএনডিপি’র লামার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি আলীকদমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গজালিয়ায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি লামায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’ নাইক্ষ্যংছড়িতে যুবককে হত্যা ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা গ্রেফতার তিন পার্বত্য জেলায় বিষবৃক্ষ তামাক ছেড়ে ইক্ষু চাষে ফিরেছেন ১ হাজার ৪২৭ চাষি, উৎপাদন করেন ৩ লাখ ৩২ হাজার ৮০০ টন আখ ও ৯২.৮ মেট্রিক টন গুড় লামায় রিসোর্ট ম্যানেজার অপহরণ, আটক ৩ বান্দরবানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি আলমগীর, সম্পাদক রুমু বান্দরবানে জীবনরক্ষার সামগ্রী ছাড়াই বিপজ্জনক ভ্রমনে পর্যটকরা, প্রাণ যাচ্ছে একের পর এক

চিংড়ি ঘেরের মাছ চুরির ঘটনার জের চকরিয়ায় চিংড়ি ঘের কর্মচারীর উপর সন্ত্রাসী হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় ডেমুশিয়া এলাকায় ৭২ একর বিশিষ্ঠ চিংড়ি ঘেরে সন্ত্রাসী হামলা চালিয়ে মোহাম্মদ আনিস (৩৬) নামে এক ঘের কর্মচারীকে হাতুড়ি ও ধারালো অস্ত্রদিয়ে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত ঘের কর্মচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার অবস্থা শঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের সাতঘর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চিংড়িঘের কর্মচারী আনিস ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা পাড়া এলাকার মো: মনজুর আলমের ছেলে।

অভিযোগ সূত্রে জানাগেছে, চকরিয়া উপজেলার উপকূলীয় ডেমুশিয়া এলাকার
সাতঘর পাড়ায় ৭২ একর বিশিষ্ঠ চিংড়িঘের স্থানীয় লোকজনের কাছ থেকে লাগিয়ত নিয়ে মৎস্য চাষ করেন নুরুল হুদাসহ তার চারজন অংশিদার। ওই চিংড়িঘেরে ছয়কুড়িটিক্কা পাড়া এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ আনিসকে ঘের কর্মচারী হিসেবে নিযোগ করলে তিনি যথাযথ দায়িত্ব পালন করে আসছিল। বিগত আড়াই মাস পূর্বে নুরুল হুদার চিংড়িঘেরে ডেমুশিয়ার সাতঘর পাড়া এলাকার মনিরের ছেলে পারভেজ, নাছিরের ছেলে মো: হোছন, বদি আলমের ছেলে তারেক, মনজুর আলমের ছেলে তমজিদকে মাছ চুরি করার সময় হাতে-নাতে আটক করেন ঘের কর্মচারী আনিস। চিংড়ি ঘেরের মাছ চুরির ঘটনা নিয়ে স্থানীয় ভাবে সালিশ মিমাংসা করে তা নিস্পত্তি করা হয়। ওই মাছ চুরির ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ৬-৭ জনের একদল দুর্বৃত্ত সন্ত্রাসী হামলা চালিয়ে ঘের কর্মচারী মোহাম্মদ আনিসকে হাতুড়ি ও ধারালো অস্ত্রদিয়ে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে আহত আনিসকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।
চিংড়িঘের চাষি নুরুল হুদা সাংবাদিকদের জানান, ডেমুশিয়া সাতঘর পাড়া এলাকায় ৭২ একর বিশিষ্ঠ একটি চিংড়িঘের ওই এলাকার স্থানীয় লোকজনের কাছ থেকে লাগিয়ত নিয়ে আমিসহ চারজন অংশিদার মিলে মৎস্য ও লবণ চাষ করি। চিংড়ি ঘেরটি দেখভাল করেন আমাদের নিযুক্ত ঘের কর্মচারী আনিস। আড়াইমাস পূর্বে চিংড়ি ঘেরের মাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে আটক করা হয় চোরদের। এ ঘটনার জের ধরে ঘের কর্মচারী আনিসকে বুধবার সকালে হাতুড়ি ও লোহার রড় দিয়ে বেদড়ক পিঠিয়ে ও মারধর করে আনিসের হাত-পা ভেঙে দেয়া হয়। বর্তমানে আনিস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা খুবই গুরুতর। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, চিংড়িঘের কর্মচারীর উপর হামলার বিষয়ে কেউ কিছু জানাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট