1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

লামায় ১ জানুয়ারী থেকে ফের শিক্ষার আলো ছড়াবে ‘শীলেরতুয়া মডেল উচ্চ বিদ্যালয়’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে

মো. নুরুল করিম আরমান |
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ’, ‘শেখ হাসিনার বাংলাদেশ’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকার শীলেরতুয়া গ্রামে ২০২৪ সালের ১ জানুয়ারী থেকে নবরুপে যাত্রা শুরু করবে ‘শীলেরতুয়া মডেল উচ্চ বিদ্যালয়’। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় মো. রফিকুল ইসলামের দানকৃত ২২ শতাংশ জমির উপর বিদ্যালয়টি স্থাপিত হয়। ইতিমধ্যে বিদ্যালয়ে ৬জন শিক্ষক নিয়োগের পাশাপাশি ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত অর্ধশতাধিক কোমলমতি শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানান, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, উপজেলার রুপসীপাড়া, লামা সদর ও পৌরসভা এলাকার একাংশসহ বিদ্যালয় এলাকার ৫ কিলোমিটারের মধ্যে আর কোন মাধ্যমিক বিদ্যালয় নেই। ফলে স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষা উত্তীর্ণ হয়েও এখানের ক্ষুদ্র নৃগোষ্ঠি সহ বিভিন্ন সম্প্রদায়ের শিশুরা নানা কারণে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছিল। আশা করছি বিদ্যালয়টির মান সম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে এ এলাকাটি শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। ষষ্ট শ্রেনীতে ভর্তিকৃত শিক্ষার্থী মো. হৃদয়, তরজুমা জান্নাত ও তানজিলা জানান, বাড়ীর পাশে স্কুল স্থাপিত হওয়ায় খুব খুশি লাগছে। এদিকে বিদ্যালয়টি স্থাপিত না হলে, হয় আলীকদম; আর না হয় ৫-৬ কিলোমিটার দূর উপজেলা সদরে গিয়ে আমাদের কোমল মতি শিশুদেরকে পড়ালেখা করতে হত। তাও আবার যারা গরীব, তাদের পক্ষে অতদূরে নিয়ে পড়ালেখা করানো সম্ভব হত না বলে মন্তব্য করেন শিক্ষার্থী অভিভাবক। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আলা উদ্দিন ও জমি দাতা মো. রফিকুল ইসলাম এক সূরে জানায়, এক সময় এখনে প্রাথমিক শিক্ষার পর শিশুরা যোগাযোগ অসুবিধা ও অভিভাবকদের আর্থিক সংকটের কারণে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছিল। এদিক চিন্তা করে বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সহ সব সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি। বর্তমানে বিদ্যালয়ের মাঠ সহ বিভিন্ন কাজ প্রায় সম্পন্ন। বিদ্যালয়টি পুরোদমে চালু হলে আর কেউ উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবেনা বলেও জানান তারা। প্রসঙ্গত, ২০১৫ সালের ১ জানুয়ারী পৌরসভা এলাকার লামামুখ বাজার এলাকায বিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল। নানা সংকটের কারণে কয়েক বছর পর বিদ্যায়টি বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট