মো. নুরুল করিম আরমান |
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বান্দরবান জেলার লামা শাখার যৌথ উদ্যোগে এক কর্মী সমাবেশ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে দুই সহ¯্রাধিক নেতাকর্মীর সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাস টার্মিনাল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজল কান্তি দাশ প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মাহাবুবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক প্রশান্ত বড়–য়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ-সভাপাতি মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি কেলু মং মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, পৌর শহর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও মিন্টু কুমার সেন. উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিল্কী রানী দাশ প্রমুখ। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ প্রধান বক্তা ছিলেন।