নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবে সরকার। এ লক্ষে বান্দরবান পৌঁছেছে ৮৪ শতাংশ বই। আগামী সপ্তাহের মধ্যে সব বই হাতে পাবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জানা যায়, নতুন বছরের প্রথম দিনে পালিত হবে বই উৎসব, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে নতুন বই। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গুলোর শিশুদের মধ্যে বিতরণ করা হবে নিজেদের মাতৃভাষায় রচিত প্রাথমিক শিক্ষার নতুন বই|
এ বিষয়ে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, বান্দরবান জেলায় এ পর্যন্ত ৮৪ শতাংশ প্রাথমিকের বই পৌঁছেছে। জেলার সদরে ৮৮ শতাংশ, রুমা উপজেলায় ৬৮শতাংশ, রোয়াংছড়ি উপজেলায় ৬৬ শতাংশ, থানচি উপজেলায় ৬৫ শতাংশ, লামায় ১০০ শতাংশ, নাইক্ষ্যংছড়িতে ৬২ শতাংশ ও আলীকদম উপজেলায় ১০০ শতাংশ বই পৌঁছেছে। কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে আগামী সপ্তাহের মধ্যেই বাকি সব বই পৌঁছে যাবে।
বই উৎসব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নতুন বছরের প্রথম দিনে পালিত হবে বই উৎসব, জেলার প্রতিটি স্কুলে নতুন শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করা হবে।