“ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে কোয়ান্টাম ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের শত শত গরীব অসহায় নারী পুরুষ আর শিশুদের পদচারণায় ভরে উঠে কোয়ান্টামম’র মাতৃমঙ্গল ও প্রবীণ সেবা কেন্দ্র প্রাঙ্গন। শুরু হয় আগত অতিথি ও স্থানীয়দের নিয়ে মেডিটেশন। এরপর শুরু হয় শীত বস্ত্র বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক। এতে বিশেষ অতিথি ছিলেন ড. হাবিব জালাল, ইন্জিনিয়ার গোলাম মোস্তফা ও দেবলা মল্লিক রায়। সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের চট্টগ্রাম কেন্দ্রের সমন্বয়ক এসএম সাজ্জাদ হোসেন। বিস্তারিত আসছে,,,