1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

বান্দরবানে সন্তানের পিতৃ স্বীকৃতি পেতে নাবালিকা মায়ের জীবন যুদ্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে
পাহাড়ের কথা ডেস্ক ।

বান্দরবানে একমাত্র সন্তানের পিতৃ স্বীকৃতি পেতে কন্যা সন্তান নিয়ে আদালতসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দ্বারে দ্বারে ঘুরছেন এক নাবালিকা মা। স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির কাইচতলি এলাকার বাসিন্দা মো. ইউছুফের মেয়ে মিতু আক্তার (১৭)। ২০২১ সালের ৩০ মে মিতু আক্তারের বয়স যখন ১৩ বছর ওই সময় একই এলাকার বাসিন্দা মো. বদিউল আলমের ছেলে মু.রফিকুল আলম ইমনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে শারিরীক মেলামেশা হয় তাদের। মিতু আক্তারের শারিরীক পরিবর্তন দেখা দিলে বিষয়টি প্রকাশ্যে আসে। তখন মিতু প্রাপ্ত বয়স্ক না হওয়ায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের বিয়ে করানো হবে মর্মে সামাজিক ভাবে সমাধান করা হয়।

আরো জানা গেছে, পরবর্তীতে উভয়ের পরিবারের সম্মতিতে রিতু আক্তার তার স্বামী মু. রফিকুল আলম ইমনের বাড়িতে বসবাস করে আসছিল এবং সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। যার বর্তমান বয়স আড়াই বছর। রিতু আক্তারের কাছে বিয়ের কাবিননামা না থাকায় স্বামী মু. রফিকুল আলম কন্যা শিশু ও রিতু আক্তারকে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রিতু আক্তার প্রাপ্ত বয়স্ক না হওয়ায় মেয়ে মিতু আক্তারের স্বামী ও কন্যা শিশুটির পিতৃ পরিচয় আদায়ের লক্ষ্যে মিতু আক্তারের মা দিলারা বেগম বাদি হয়ে চলতি মাসের ৪ তারিখ বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণের অভিযোগে মু. রফিকুল আলম ইমনসহ তার পরিবারের ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

সদর উপজেলার কাইচতলি এলাকার বাসিন্দা ও সামাজিক সর্দার মনছুফ আলী জানান, ২০২১ সালে রিতু আক্তার ও ইমনের শারিরীক সম্পর্কের কারনে রিতু গর্ভবতি হওয়ায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর উভয়ের বিয়ে করানো হবে মর্মে বিষয়টি সামাজিক ভাবে সমাধান করা হয়েছিল। এরই মধ্যে উভয়ের পরিবারের সম্মতিতে রিতু আক্তার স্ত্রী হিসেবে ইমনের বাড়িতে বসবাস করে আসছিল। পরবর্তীতে ইমন ও তার পরিবার তাদের সকল সম্পর্ক অস্বীকার করে।

এই বিষয়ে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের আইনজীবী শাহনেওয়াজ চৌধুরী আরও বলেন, আদালতে মামলা দায়েরের প্রেক্ষিতে অভিযুক্তের ডিএনএ সংগ্রহের আদেশ প্রদান করেছে আদালত। সূত্র-পাহাড়বার্তাডটকম

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট