স্টাফ রিপোর্টার,কক্সবাজার ।
কক্সবাজারের চকরিয়ার কোনাখালী শহরিয়া স্টেশন এলাকা থেকে অবৈধভাবে গুদামজাত করা ১৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গত বুধবার বিকালে উপজেলার উপজেলার কোনাখালী ইউনিয়নে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়েছে।
অভিযানকারী উপজেলার কৃষি অফিসার এসএম নাসিম হোসেন সহ সঙ্গীয় কর্মকর্তা-কর্মচারীরা।
এবিষয়ে তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কোনাখালী ইউনিয়ন আ’ লীগের সাধারণ সম্পাদক শামসুল আলমের ছোট ভাই স্থানীয় খুচরা সার বিক্রেতা মনির আলমের শহরিয়া স্টেশনে তার গোডাউনে অবৈধভাবে গুদামজাত ১৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করি।বিষয়টি ইউএনও মহোদয়ের নির্দেশে সারগুলো নিলামে বিক্রি করা হবে।তবে অবৈধ গুদামজাতের ব্যাপার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।