বান্দরবান জেলার লামা উপজেলায় ২৯৪ নং দরদরী মৌজার হেডম্যান মংসাইনথুই উদ্যোগে YOUTH’S VOICE & HEADMAN OFFICE যৌথ সহযোগিতায় “উষ্ণতা নিশ্চয়তা” ব্যানারে প্রথমধাপে ২০০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার প্রথম ধাপে ২০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। এরপর ২য় ধাপে ১০০জন শীতার্ত মানুষের ঘরে কম্বল পৌছে দেওয়া হবে বলেও জানান হেডম্যান মংসাইনথুই । তার বাবার মত যেন রুপসী পাড়ার মানুষের পাশে দাঁড়াতে পারেন সেজন্য দোয়া চাওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তশালীদেরকে আহ্বান জানিয়েছেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।