লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সরকারী কার্যালয় ও দফতর সমূহ, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
আজ বুধবার রাত ১২টা ১মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ও নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, পৌরসভার পক্ষ থেকে মেয়র মো. জহিরুল ইসলাম, বন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় বন কর্মকর্তা এসএম বেলাল উদ্দিন, লামা সার্কেলের পক্ষ থেকে সহকারী পুলিশ নুরুল আনোয়ার ও থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো. শামীম শেখ শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার নেতৃত্বে লামা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মার নেতৃত্বে আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুলের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, সভাপতি মো. জাহেদ উদ্দিনের নেতৃত্বে উপজেলা ও পৌর শহর যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া একে একে শ্রদ্ধা জানায় সরকারী বিভিন্ন কার্যালয় ও দফতরসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সমূহ।