জিয়াউল হক জিয়া, চকরিয়া |
কক্সবাজারের চকরিয়ায় মাছের বংশ বিস্তার পোনা ধ্বংসকারী নিষিদ্ধ ১২টি বেহুন্দি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছেন উপজেলা প্রশাসনের মৎস্য দপ্তর। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানটি চালানো হয়েছে। অভিযানের সত্যতা স্বীকার করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারহান তানজিম বলেন,মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ উপলক্ষে জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় মোতাবেক বদরখালী চ্যানেল এবং মাতামুহুরী নদীতে অভিযানটি পরিচালনা করা হয়।অভিযানকালে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ ১২টি বেহুন্দি জব্দ করি।তবে অভিযান টের পেয়ে ক্উকে আটক করতে পারিনি। তাই উপস্থিত জনতার সামনে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।জালের খুঁটিগুলো কেটে ফেলা হয়। তাই সরকার কর্তৃক নিষিদ্ধ বেহুন্দি,চরঘেরা ও কারেন্ট জাল নদী,খালে না বসানোর পরামর্শ দেন।যারা সরকারের নিষিদ্ধ জাল নিয়ে বসানোর চিন্তায় নদী বা খালে গেলে আমরা খবর পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও মোঃ জাফর ইকবাল সহ বদরখালীস্হ নৌ-পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।