লামা প্রতিনিধি |
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন পত্রিকা গৌরব ও সাফল্যের সাথে ২৬ বছর অতিবাহিত করে ২৭ বছরে পদার্পণ করায় বান্দরবান জেলার লামা উপজেলা প্রতিনিধি মো. তৈয়ব আলীর আয়োজনে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর সভার মেয়র মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন-সহকারী পুলিশ সুপার মো. নুরুল আনোয়ার, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ। এছাড়া স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের পদচারণা প্রতিষ্ঠা বার্ষিকী মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবজমিন গণ মানুষের কথা বলে। দেশে প্রচলিত পত্রিকা গুলোর মধ্য মানবজমিন সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।