বান্দরবান লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম (৩৫)। পিতা আব্দু শুক্কুর। গত (১১ জানুয়ারি’২৪) বৃহস্পতিবার, সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় উনার নিজ বাড়ি হইতে বাজারে আসার পথে নিজের চালিত বাজাজ ডিসকভার কোম্পানির 110 সিসির মটর বাইকের (যাহার চেসিস নং PSUA15AY3LTF19496 এবং ইঞ্জিন নং JB2WLD05722) গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে গিয়েছে।
এদিকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করার পরেও কোথাও পাওয়া যায়নি। এই বিষয়ে লামা থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়রী করা হয়েছে যাহার ডায়রী নং, ৭০৪।
যদি কোনো সু-রিদয়বান ব্যক্তি এই কাগজগুলো পেয়ে থাকেন তাহলে নিচের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুধ করা যাচ্ছে।