লামা প্রতিনিধি |
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় ইফতার সামগ্রী প্রদান করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নারী নেত্রী ফাতেমা পারুল। গত সোমবার ও মঙ্গলবার -এ দুই দিনে উপজেলার ২০০ গরীব পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এসব ইফতার সামগ্রী প্রদান করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে তেল, ছোলা, চিনি, পেঁয়াজ, খেজুর ও মুড়ি। প্রসঙ্গত, প্রতি রমজানে গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করে থাকেন ফাতেমা পারুল ।