1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ ভূমিকম্পের ঝুঁকিতে কেন রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ৩০০নং আসনে জাবেদ রেজাকে প্রার্থী ঘোষণার দাবিতে লামায় বর্ণাঢ্য পদযাত্রা ফের সারা দেশে ভূমিকম্প অনুভূত দু’জন প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন সাতকানিয়া–লোহাগাড়ায় মানবিক ফাউন্ডেশন লামায় এপেক্স ক্লাব’র শিক্ষা সামগ্রী সেলাই মেশিন প্রদান আলীকদমে মাতামুহুরি নদী থেকে লাশ উদ্ধার  লামায় এনসিপি’র উদ্যোগে আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্ভোধন বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে আলীকদমে বর্ণাঢ্য পদযাত্রা লামায় কোমর পানি পেরিয়ে শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে, ব্রীজের দাবী এলাকাবাসীর লামার মিরিন্জা ভ্যালীতে আগুনে পুড়ে গেল জুৃম ঘর লামায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংষ্কার করলেন টমটম মালিক ও চালকরা সারা দেশে ভূমিকম্প অনুভূত, নিহত ৪ বিএনপি যেসব আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে লামায় সড়কে গাড়ি উল্টে চালক নিহত

চট্টগ্রামে এক অজুহাতে ৫১৯ জনের স্বপ্ন ঝুলে আছে ৩০ বছর!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম থেকে জে. জাহেদ |

মাটির নিচে পানি নেই, শুধুমাত্র এই অজুহাতে সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পের ৫১৯ জন প্লট মালিকের স্বপ্ন ঝুলে আছে প্রায় ৩০ বছর। কোটি কোটি টাকা বিনিয়োগ করেও সিডিএ-ওয়াসার টানাটানিতে আটকে আছে স্থাপনা নির্মাণও।

ওদিকে, নিজেদের কেনা জমিতে বাড়ি করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকল্পের পাঁচ শতাধিক প্লট মালিক। জানা যায়, চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেকে সিডিএ প্রথম আবাসিক প্রকল্পটি হাতে নিয়েছিলেন।
কিন্তু ১৯৯৪ সাল থেকে পানি সংকট ও সরবরাহের ব্যবস্থার আশ্বাসেই ঝুলে আছে প্রকল্পটি। ফলে, আবাসিক এলাকার বিশাল জমিটি পরিত্যক্ত হয়ে ঝোপঝাড় জঙ্গলে পরিণত হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কে এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না, এমন অভিযোগ ভুক্তভোগীদের।

কর্ণফুলী আবাসিক প্লট মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বিবার্তাকে জানান, ‘বেশ কিছুদিন আগে ভাণ্ডালজুড়ি প্রকল্পের পানি কর্ণফুলী আবাসিকে সরবরাহ নিশ্চিতের কথা জানিয়েছিলেন ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। কিন্তু এখনো আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না।’
কর্ণফুলী আবাসিক প্লট মালিক সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বিবার্তাকে জানান, ‘প্লট কেনার ৩০ বছরেও ঘর বানানোর স্বপ্ন পূরণ হলো না। প্রজেক্ট প্রোফাইলে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের অঙ্গীকার থাকলেও তারা কথা রাখেনি। পানির অভাবে জনবসতি গড়ে ওঠেনি। এ সমস্যা সমাধানে সিডিএ’কে বারবার লিখিতভাবে বলেছি। সংস্থাটির মধ্যে উদ্যোগ নেওয়ার কোনো আগ্রহই দেখা যাচ্ছে না। এমনকি সিডিএ-ওয়াসার টানাটানির মধ্যে আমরা আটকে রয়েছি।’

প্লট নেওয়া ভুক্তভোগী আবদুল মান্নান ও ফারজানা নাসরিন বিবার্তাকে বলেন, ‘কী কারণে আমরা বাড়ি তৈরি করতে পারছি না, সিডিএ সে বিষয়ে আমাদের স্পষ্ট করে কিছু বলছে না। মূলত সিডিএ’র অজুহাত পানি সমস্যা। সেক্ষেত্রে আমরা বলবো সিডিএ’র উদাসীনতাই দায়ী।’ তারা আরও জানান, কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের ভাণ্ডালজুড়ি প্রকল্প থেকে এ আবাসিকে পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসাকে চিঠিও দিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বিবার্তাকে বলেন, ‘সিডিএ থেকেও আমরা একটি চিঠি পেয়েছি। বিষয়টি এখন সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বিবার্তাকে বলেন, ‘আমরা সিডিএর আবাসন প্রকল্পগুলো নিয়ে কাজ করছি। পুরোনো মাস্টারপ্ল্যান অনুযায়ী অনেক আবাসন প্রকল্পের কাজ সম্পন্ন হয়নি। আমরা বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় করে অসমাপ্ত আবাসন প্রকল্পগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবো।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বিবার্তাকে বলেন, ‘দীর্ঘদিন পানি সমস্যার কারণে প্রকল্পটি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে। তাই আশা করছি, পানি সংকটসহ সব ধরনের সমস্যা সমাধান করা হবে।’

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রায় ৫০ একর জায়গায় ৫১৯টি প্লট করে কর্ণফুলী (বামতীর) আবাসিক প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ।
এ প্রকল্পের প্রজেক্ট প্রোফাইলে বরাদ্দকৃত স্থানে নালা-নর্দমা, রাস্তাঘাট, খেলার মাঠ, কবরস্থান, মার্কেট, নিরাপত্তা বেষ্টনী, বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার সুপেয় পানি সরবরাহ করাসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে উল্লেখ আছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট