1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
লামায় কৃষি অধিদপ্তরের প্রণোদনা বিতরণ লামায় সব রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড লামায় কেক কেটে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানে ৪০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ ইউএনডিপি’র লামার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি আলীকদমে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গজালিয়ায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি লামায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’ নাইক্ষ্যংছড়িতে যুবককে হত্যা ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ নেতা গ্রেফতার তিন পার্বত্য জেলায় বিষবৃক্ষ তামাক ছেড়ে ইক্ষু চাষে ফিরেছেন ১ হাজার ৪২৭ চাষি, উৎপাদন করেন ৩ লাখ ৩২ হাজার ৮০০ টন আখ ও ৯২.৮ মেট্রিক টন গুড় লামায় রিসোর্ট ম্যানেজার অপহরণ, আটক ৩ বান্দরবানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি আলমগীর, সম্পাদক রুমু

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিকট শব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি |

মিয়ানমারের ওপারে মর্টারশেল ও গুলির শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত। প্রতিটি শব্দে থরথর করে কেঁপে উঠছে বাড়ি ও জানালার কাঁচ। এতে আতঙ্কে সময় পার করছে টেকনাফ উপজেলার সীমান্ত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা থেকে মিয়ানমারের মংডু শহরের উত্তরাঞ্চলে থেমে থেমে বিকট এ শব্দ হচ্ছে।

জানা যায়, মিয়ানমার সরকারী বাহিনীর সাথে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে চলছে সংঘর্ষ। সংঘর্ষের প্রভাব টেকনাফ উপজেলার সেন্টমার্টিন, হোয়াইক্যং, হ্নীলা, পৌরসভা, সাবরাং, নয়াপাড়া, শাহপরীরদ্বীপ সীমান্ত এলাকাসহ পাশ্ববর্তী গ্রামে এসে পড়ছে।

টেকনাফের বাসিন্দারা বলেন, হঠাৎ মিয়ানমারের ওপারে থেমে থেমে বোমার বিকট শব্দে কাঁপছে আমাদের বাড়ি-ঘর। এরকম শব্দ কোনদিন শুনি নাই। মনে হয়েছে আমাদের বাড়ি ভেঙ্গে পড়ে যাচ্ছে। আতঙ্কে রয়েছি।

টেকনাফ সদর নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা গুরা মিয়া বলেন, মিয়ানমারে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে শুনেছি। কোনদিন আমার বাড়িতে বিকট শব্দে আওয়াজ পাইনি। সকালে এমন বিকট শব্দ হয়েছে বাড়ির জানালার কাচের শব্দে ঘুম ভাঙলো।

বিকট শব্দের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি চলছে।

টেকনাফ পৌরসভা কায়ুকখালী এলাকার বাসিন্দা আবুল লিখেছেন, সকাল ৭টা ২০ মিনিটের সময় কিসের শব্দ বুঝতে পারি নাই। পুরো বিল্ডিং কেঁপে উঠছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক।

হ্নীলা ইউনিয়ন ৩নং ওয়াব্রাং এলাকার বাসিন্দার মোহাম্মদ কামাল জানান, ফজরের নামাজের পর থেকে মিয়ানমারের ওপারে যেভাবে মর্টারশেলের শব্দ হয়েছিল। মনে করে ছিলাম ভূমিকম্পে বাড়ি ঘর ভেঙ্গে যাচ্ছে।

টেকনাফ সাবরাংয়ের বাসিন্দা মিজান বলেন, মিয়ানমারের ওপারে এমন বিকট শব্দ হয়েছে পুরো সাবরাং কাঁপছে। বিকট শব্দে ঘুম শেষ এমন মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মিয়ানমারের অভ্যন্তের বিদ্রোহী আরকান আর্মি ও দেশটির সেনা বাহিনীর সাথে তীব্র লড়াই চলছে। লড়াইয়ে ঠিকতে না পেরে ইতোমধ্যে এদেশে বিজিবিসহ পালিয়ে এসেছে ৫ শতাধিক মিয়ানমার নাগরিক। এদের মধ্যে ৩৩০ জনকে মিয়ানমারে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট