1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ খাদে পড়ে নিহত ২ শ্রমিক লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও সামাজিক বনায়ন উপকারভোগী ৭৫ জনের মাঝে চেক বিতরণ লামায় ক্যান্সার আক্রান্ত জয়নাল আবেদীন’র চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধ লামায় নির্বাচনী আচরণ বিধি অবহিতকরণ লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলের ৭ মালিককে জরিমানা এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাইংপা মুরুং পুলিশের হাতে বন্দুক সহ গ্রেফতার বান্দরবানের রোয়াংছড়ি থানার তারাছা পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফাঁসিয়াখালীতে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ফাইতংয়ে মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লামায় ফাইতং সড়কের বেহাল অবস্থা, মেরামতের দাবিতে আন্দোলন লামায় একটি চক্র সুবিধা না পেয়ে পরিকল্পিত অপপ্রচার ইউএনও’র বিরুদ্ধে লামায় ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

আলীকদমে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

আলীকদম প্রতিনিধি। 

আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব ওবায়দুল হাকিমের উপর সন্ত্রাসী কায়দায় সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এ ঘটনায় প্রাক্তন শিক্ষার্থীরা গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় আলীকদম প্রেসক্লাবের সামনে আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা বলেন, একজন শিক্ষকের উপর এমন হামলা ব্যক্তিগত আঘাতের চেয়েও বেশি, এটি সামগ্রিক শিক্ষা পরিবেশের প্রতি হুমকি।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরবর্তীতে মানববন্ধন শেষে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়—
“ওবায়দুল হাকিম স্যারের উপর তাঁর নিজ বাসভবনে স্বামীকায়দায় ন্যাক্কারজনক হামলা সংঘটিত হয়েছে। একজন শিক্ষক সমাজের বাতিঘর ও নৈতিকতার প্রতীক। তাঁর উপর বর্বর হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি নয়, বরং সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য একটি অশনিসংকেত। এই ঘটনার মাধ্যমে সন্ত্রাসীরা আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।”
স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়—
১. হামলার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা;
২. হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা;
৩. শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ;
৪. ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
স্মারকলিপিতে প্রাক্তন শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট