কক্সবাজার শহর থেকে ৫ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজার পৌরসভার আলির জাঁহাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা। আটকৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং, কাঞ্জর পাড়া এলাকার জিয়াবুল ইসলাম ও তার স্ত্রী।
এ ঘটনায় উপ-পরিদর্শক মো. তায়রীফুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। উপ-পরিচালক আরও বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।