গত রোববার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক শুভেচ্ছা ও অভিননন্দন প্রদান অনুষ্ঠানে মাহাবুবুর রহমান এসব কথা বলেন। নবনির্বাচিত পৌর-মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, পৌর এলাকার কোনো ভাড়া বাসা, ইজিবাইক, রিকশা মালিকরা রোহিঙ্গাদের ভাড়া না দিবেন না। কক্সবাজারে ছিনতাই, চুরিসহ নানা অপরাধে রোহিঙ্গারা জড়িত রয়েছেন। এসব রোহিঙ্গাদের পৌর এলাকা ত্যাগ করতে হবে।
একই সময় তিনি আবারও অবৈধ নালা দখলদার, অবৈধ পার্কিং স্টেশন পরিচালনাকারীদের নিজ দায়িত্বে সরে যেতে বলেন। স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন পৌর শহর হিসেবে কক্সবাজারকে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজারস্থ শাপলাপুর সমিতির আহ্বায়ক নুরুল হুদা কাজল, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, গিয়াস উদ্দিন সিকদার, অ্যাডভোকেট সোহেল রানা।
এরপর মেয়র মাহাবুব মুক্তিযোদ্ধা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এর আগে সকালে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।