চকরিয়া প্রতিনিধি |
চকরিয়ায় এক বৃদ্ধ কাঠুরিয়া হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেছেন। নিহত কবির আহমদ (৭০) ফাঁসিয়াখালী দক্ষিণ ঘুনিয়া নোয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনাঞ্চলে প্রতিদিনের মতো জ্বালানি কাঠ সংগ্রহে ব্যস্ত থাকার সময় বন্যহাতির কবলে পড়েন। তিনি বহু বছর ধরে নিজ গ্রাম পার্শ্বস্থ এই বনাঞ্চল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন বলে জানা যায়। এ সময় খবর পেয়ে এলাকার লোকজন হাতির কবল থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।