1. admin@paharerkatha.com : paharer katha : paharer katha
  2. info@paharerkatha.com : পাহাড়ের কথা :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
ঈদগাঁওয়ে চার মাসেও বই পায়নি শিক্ষার্থীরা লামা বিভাগের মাতামুহুরী বাঁশ মহাল নিলাম না দেয়ায় কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার লামায় ১০ জুয়াড়ি আটক, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা লামায় রাহবার ফাউন্ডেশন’র ফ্রী চিকিৎসা পেলেন অর্ধ শতাধিক নারী পুরুষ মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০ পাচারকারী থানচির দুর্গম পাহাড়ি এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করলেন বিজিবি খাগড়াছড়িতে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার ২ বান্দরবানে শতাধিক শিক্ষার্থীরা পেলেন এপেক্স ক্লাব’র শিক্ষা উপকরণ লামায় ত্রিপুরা কল্যাণ সংসদ’র নতুন সভাপতি মহেন্দ্র, সম্পাদক প্রণয় ও সাংগঠনিক দুর্জয় ত্রিপুরা আলীকদমে পারিবারিক কলহে বিষপান করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি ৩ জন লামায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আরো ৫ জেলে পেলেন ২০টি উন্নত জাতের ছাগল লামায় এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী পেল শিক্ষার্থীরা লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন আলীকদমে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই জনকে জরিমানা বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ির এক শিক্ষককের উপর হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

 নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | 

সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত হয় নাইক্ষ্যংছড়ির চাকঢালা জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহি উদ্দীন। জানাযায়, গত বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রামু উপজেলার গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: এরশাদ উল্লাহর দোকানে এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক মাষ্টার মহি উদ্দীন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামের মো: মোসলেমের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এস.ই.এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এই হামলাকারী সন্ত্রাসী মাহাবুবসহ সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবীতে গর্জনিয়া বাজারে ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টায় কচ্ছপিয়া গর্জনিয়া সর্ব জনসাধারণের ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারীরা জানান দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসী মাহবুব ও তার সহযোগীদের গ্রেফতার করার দাবী জানিয়ে অনুরোধ জানান। যদি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হয় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা । প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ উল্লাহ,র দোকানে অর্তকিত ভাবে শিক্ষক মহি উদ্দীনের উপর সন্ত্রাসী মাহাবুব আলম ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের কব্জি ও বাহুতে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষক মহি উদ্দীন এর বাম হাতের কব্জি এবং বাহুতে দা দিয়ে কুপানো হয়েছে। গর্জনিয়া বাজার সভাপতি মো: এরশাদ উল্লাহ জানান, শিক্ষক মহিউদ্দিন তার নিয়মিত ক্রেতা। গাজী ট্যাংক এর ব্যাপারে আলাপ করার এক পর্যায়ে অতর্কিতভাবে বালুবাসা গ্রামের একি এলাকার শামশুল আলমের ছেলে মাহবুব বাজারের এক কর্মকারের দোকান থেকে নতুন ধারালো দা এনে শিক্ষক মহিউদ্দিনকে দুটি কুপ দিয়ে পালিয়ে যায়। এতে বাম হাতের বাহুতে এবং অন্যটি একই হাতের কব্জিতে প্রচন্ডভাবে আঘাত হানে। তখন ঘটনাস্থল রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যা। ঘটনা সাথে সাথে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিদর্শন করেন। আহত শিক্ষকের চাচাতো ভাই নজিবুল আলম বাহাদুর মুঠোফোনে জানান, শামশুল আলমের ছেলে মাহবুবের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। মাহবুব পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। আহত শিক্ষক মহিউদ্দিনের অবস্থা গুরুত্বর বলে জানান তিনি। হামলার পর পর তাঁকে কক্সবাজার সদর হাতপাতালে নেয়া হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থ্রোপেডিক্স বিভাগে এবং বর্তমানে ঢাকার জাতীয় অর্থ্রোপেডিক্স হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে। এ প্রসঙ্গে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো: মাসুদ রানা জানান- জমি নিয়ে পূর্ব শত্রুতা থেকে এমন ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এদিকে গর্জনিয়া বাজার এলাকায় প্রকাশ্যে একজন শিক্ষককের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হতবাক সচেতন মহল। তাঁরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট