বান্দরবান প্রতিনিধি |
গত দুই দিনের অতিবৃষ্টিতে সড়কের উপর পাহাড় ধসে পড়ে বান্দরবান জেলা সদরের সাথে থানচির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাঝ রাতে বান্দরবান- থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকার সড়কের উপর অনেক বড় একটি পাথর সড়কের উপর ধসে পড়ে। এতে থানচির সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে সড়কের উভয় পাশে অর্ধ শতাধিক গাড়ি আটকা পড়ে।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর বলেন, সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ করলেও এত বড় পাথর সরানোর মত প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় পাথরটি সরাতে সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ করছে। বিকালের দিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে পারে।