বান্দরবান প্রতিনিধি |
টানা এক মাস পর আজ চালু হয়েছে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগের ব্যবস্থা। ফলে সকাল থেকে চলাচলে শুরু করেছে সব ধরনের যানবাহন। তথ্যটি নিশ্চিত করে ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ওয়ারেন্ট অফিসার রাহুল হাসান পার্থ জানান, চিম্বুক পোড়া পাড়া এলাকায় পাহাড় কাটিং করে সড়ক ব্যবস্থা উন্নতি হয়েছে। বর্তমানের পোড়াবাংলা সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।
অন্যদিকে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ ব্যবস্থা এখনো বিছিন্ন রয়েছে। তবে সড়কের ছোট যানবাহন মোটরযান চলাচল করছে। তাছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক করতে সড়ক জুড়ে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
উল্লেখ্য, এর আগে বন্যার পাহাড় ধসে চিম্বুক পোড়া বাংলার এলাকায় সড়ক ধসে যায়। এতে বন্ধ হয়ে যায় বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ।