মংছিংপ্রু, লামা |
বান্দরবানে লামায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অধীনে নিমর্মাধীন প্রায় ১০কোটি টাকার বিনিময়ে ৪টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার (৫ মার্চ) দুপুলে লামা উপজেলাতে উপস্থিত থেকে তিনি এই প্রকল্প গুলো পরিদর্শন করেন।
প্রকল্প গুলো হলো, ইয়াংছা মেইন রোড থেকে বদুরঝিরি কার্পেটিং রোড, জীণামেজু অনাথ আশ্রমের বাউন্ডারি ওয়াল, পৌরসভা উন্নয়ন বোর্ড ঝিরি মুখে আর.সি.সি সেচ ড্রেইন নির্মাণ ও উন্নয়ন বোর্ডের পানি সরবরাহ প্রকল্প।
এসময় চেয়ারম্যান সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানে নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা সমন্বয়ক কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, উপ-সহকারী প্রকৌশলী ত্রিদীপ কুমার ত্রিপুরা সহ প্রমুখ।
পরে জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত উঃ নন্দ মালা ভিক্ষু নেতৃত্বে অনাথ আশ্রমের শিক্ষার্থীদের নিয়ে চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানানো হয়।